ক্রমিক | বিষয় | বর্ণনা |
---|---|---|
১ | মূলধন | মিশ্রচাষ এই পদ্ধতি ব্যবহার করেন, তাহলে আপনি কি পরিমাণ মূলধন নিয়ে, মাছ চাষ করা যায় তা জানা উচিত। আয় ও ব্যয় হিসাব না বুঝলে মাছ চাষে লাভবান হওয়া সম্ভব না। সম্পূর্ন লেখা পড়ুন লিংক:-> কার্প মাছের বাণিজ্যিক চাষ |
২ | সঠিক সময়ে খাবার দিন | পরিমাপকৃত খাদ্য দুইভাগে ভাগ করতে হবে। প্রতিদিন দুইবার খাবার দিন(সকালে ৭:০০ টা এবং বিকালে ৫:০০ টা)। |
৩ | পানি রং | পানির রং সবুজ(কচি কলাপাতার রং) হলে প্রাকৃিতিক খাদ্য উৎপন্ন হয়। |
ক্রমিক | বিষয় | বর্ণনা |
---|---|---|
১ | আয়তন(শতাংশ) | পুকুর কত শতাংশের সঠিক তথ্য লিখুন। |
২ | পোনা নির্বাচন | শতাংশ প্রতি মোট পোনার সংখ্যা ২৫০-৩০০ টি সংখ্যা থাকা প্রয়োজন, মিশ্রচাষের ক্ষেত্রে। শিং, কৈ ও মাগুর মাছের ক্ষেত্রে ৩৫০-৪০০ টি সংখ্যা থাকা প্রয়োজন। বেশি চাষ করা যায়, এয়্যারেটর এবং হুইল প্যাডেল ব্যবহার করতে হবে। |
৩ | পুকুর নিরাপদ | আপনার বাসা বা বাড়ি থেকে কাছাকাছি কিনা। অন্য লোকদের মাধ্যমে ক্ষতি হতে পারে কিনা, সে দিকে লক্ষ্য রাখা। |
৪ | সূর্যমামা | ৫-৮ ঘন্টা পুকুরে সূর্য আলো পৌছানোর ব্যবস্খা করা। |